‌আঙিনায় সবুজের ঘ্রাণ

​​​​​​​সব ছিল শবনমের আব্বুজান হামিদুলের। ধান, সরষে-রাই, বেগুন, করলা, ভুট্টা, মূলো, বাঁধাকপি-ফুলকপি-ওলকপি—কীসের না চাষ ছিল হামিদুলের ! সকলে বলত, চাষির বেটা হামিদুল। সেই হামিদুল নিঃস্ব হয়ে পড়ে দুষ্কৃতী আসফাক বেগের ছল-‌চাতুরিতে। আব্বুর প্রতি ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে শবনম আসফাক বেগের ছেলেকে বিয়ে করে কীভাবে তালাক দিল তা ফুটে উঠেছে এই গল্পে। 

by কিংকর দাস | 13 August, 2021 | 1189 | Tags : muslim women protest india talaq short story bengali story